ব্রেকআপ স্ট্যাটাস বাংলা - Breakup status bangla

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ২০২৪: আমাদের বাস্তবতার জীবনে আজকাল ভালোবাসা নামক জিনিস একটি কমন হয়ে দাঁড়িয়েছে । কেউ কেউ ভালবাসার অভিনয় করে ভালো আছে। কেউ কেউ সত্যিকারের ভালবেসে অনেক কষ্টে আছে।

ভালোর মাঝে খারাপ আছে আর খারাপের মাঝেই ভালো। এটা আমাদের সবাইকেই মেনে নিতে হবে। আজকাল লক্ষ্য করা যায় ভালোবাসায় ব্রেকআপ নামে একটি শব্দ। যেটা আমাদের সমাজে আজকাল কমন একটা ব্যাপার হয়ে দাঁড়িয়েছে।

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা | Breakup status bangla

অনেক অনেক ভালোবাসার সম্পর্কের মাঝে একটা সময় ব্রেকআপ বা বিচ্ছেদ চলে আসে। একটা সময় এমন মনে হয় যে একে অপরে যেন একসাথে থাকা আর সম্ভব নয়।বর্তমানে সোশ্যাল মিডিয়াতে ঢুকলেই শুধু দেখা যায় ব্রেকআপ স্ট্যাটাস

ব্রেকআপ হয়ে গেলে অনেকেই একেবারে ভেঙ্গে পড়েন। অবশ্যই এটা ঠিক নয়, কেননা জীবনটা সুখ দুঃখ মিলিয়েই। এই সময়টাতে একবার নিজেকে গুছিয়ে নিতে পারলেই দেখবেন আস্তে আস্তে সব আবার ঠিক হয়ে যাবে।

অনেকেই নিজের ফেসবুকে ব্রেকআপ হয়ে যাওয়ার পর নিজেকে সান্ত্বনা দেওয়ার জন্য ব্রেকআপ স্ট্যাটাস দিয়ে থাকেন। মূলত তাদের জন্যই আজকের এই ব্রেকআপ স্ট্যাটাস বাংলা আর্টিকেলটি সাজানো হয়েছে।

আরো পড়ুন:-

ইসলামিক মোটিভেশনাল উক্তি

ভালোবাসার স্ট্যাটাস

ইমোশনাল স্ট্যাটাস

ফেসবুক ফানি স্ট্যাটাস

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ২০২৪

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ২০২৪ | Breakup status bangla

হায়রে ছলনাময় নারী ,সহজ - সরল আমিটা'রে কত জটিল বানাইয়া ছাইড়া দিলা..!!😅💔

আমি হারিয়ে যাব সৃতিময় কালো আধারে তুমি না হয় ভালো থেকো অন্য কারো আলোময় শহরে ☺️☺️😔 

মরে গেলেও আফসোস নেই কারণ জীবনের চেয়ে বেশি ভালোবেসেও আপন হতে পারলাম না..!!💔😭🥀

দিনশেষে স্মৃতিগুলোই থেকে যায়!🙂

- আর মানুষ গুলো হারিয়ে যায়।🙃🌸🥀

_স্বার্থ শেষ তো সব-ই শেষ,,!🥀

_হোক সেটা ভালোবাসা কিংবা বন্ধুত্ব,,!🙂

সম্পর্ক শুরু হয় মন ভুলানো আবেগের কিছু কথা দিয়ে

আর শেষ হয় বাস্তব কিছু কথা আর চোখের পানি দিয়ে😅💔

কথায় আছে,,, থাকতে কেউ মূল্য বুঝেনা,,, হারানোর পর সবাই খোঁজে,,,😅

 ইচ্ছে গুলো খুবই অল্প...🥺

- কিন্তু প্রতিটি ইচ্ছেতেই না পাওয়ার গল্প....!!❤

😅😅

ভুল করেও সে যদি পরের জন্মে আমার হয়ে এসে আমি ছেড়ে গিয়ে বুঝিয়ে দিবো ছেড়ে যাওয়ার যন্ত্রণা কী....!😅💔

আমি নিজে ও জানি না আমি তার কত নাম্বার ভালোবাসা ছিলাম তবে আমি তাকে খুব ভালোবেসে ছিলাম 💜💜💜💜💜

সে বিচ্ছেদ চেয়েছিল আমি ও তার আমি তার মনের আসা পূরন করে দিলাম 😭😭

পরিস্থিতির কারণে প্রিয় মানুষটাকে ছেড়ে দেওয়া এক মহা পাপী আমি🥀💔🥺

প্রিয় মানুষের দেওয়া সময়ে অসময়ে 

আঘাত গুলোর যন্ত্রণা

সেরে যায় ঠিকই!

ক্ষত হওয়া দাগ গুলো যে-

কখনো মুছে না!😅💔

—"পাওয়া'র আ'গে এবং হারানোর পর সবকিছুই মূল্যবান—(😅💔

যে ঠকায় সে ও কাদেঁ সে ঠকে সে ও কাদেঁ শুধু সময়ের পার্থক্য 😭 😭

মন টাই তো সবথেকে বড় বেইমান😞

নিজের হয়েও অন্যের জন্য কান্না করে😭😭💔😭😭

ভালোবাসা কি অদ্ভুত তাই না পৃথিবীতে শত কোটি মানুষ থাকা সত্ত্বেও মনটা একজনের কথা ভেবে কাঁদে।😊

ভালোবাসা ভুল নয়!

কাউকে অতিরিক্ত বিশ্বাস করাটাই হলো সবচেয়ে বড় ভুল !😅💔

হাজারো best friendship বিচ্ছেদ হয় শুধুমাএ..!!🙂😔

সামান্য ভুল বুঝাবুঝির কারণে..!!💔🥀

উদ্দেশ্য তো ছেড়ে যাওয়া ছিল আমাকে দোষ দেওয়া তো বাহানা ছিল😅😅

ভালোবাসা হোক কিংবা বন্ধুত্ব..!

তৃতীয় জনের কারনেই সম্পর্ক নষ্ট হয়..😅💔

জীবনটা এমন পর্যায়ে পৌঁছেছে,না পারছি উঠে দাড়াতে,না পারছি ঘুরে দাঁড়াতে 😭

♡︎⎯͢⎯⃝💚‎‎‎‎‎‎‎‎‎‎‎‎কেন যে তোর মনের মত হতে পারলাম না,
কত ভালোবাসি তোরে কইতে পারলাম না।😅💔

Breakup status bangla

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ২০২৪ | Breakup status bangla

1)ভালো 'অভিনয়' জানা মানুষরাই ভালো থাকতে পারে যারা 'অভিনয়'পারেনা তারা শুধু অভিমান করতে জান..!!😅💔

2)--"💗🌻আমাদের ভিতরে যখন দুঃখ কষ্ট একেবারে ভরপুর হয়ে উঠে তখন কিছু কষ্ট হয়তো উপচে বাহিরে চলে আসে।
-আমরা তার নাম দিয়েছি অশ্রু -
এই অশ্রুই হলো আমাদের ভিতরের অতিরিক্ত কষ্ট😅💔।

3)--||-︵🦋🌸 নিজের পরিবারকে ভালোবাসো।কারণ জীবনের সবচেয়ে খারাপ সময় গুলোতে তারাই একমাত্র তোমার পাশে থাকবে অন্য কেউ না,এটাই বাস্তবতা.!😅😅💔

4)︵۵🩷"♡_💙কষ্ট তাে তখন হয়,
যখন কেউ অনেকটা কাছে এসে,
আবার দূরে চলে যায়।😅😅

5)-||-🖤🌸কিছু সম্পর্কের কোনো অস্তিত্ব নেই।
নেই কোনো বর্তমান🌹
নেই কোনো ভবিষ্যৎ,
কিন্তু শুধু মায়ার কারনে সম্পর্ক গুলোর টিকে তাকে।😅💔

6)︵❝།།💚🌺সবকিছু আছে তারপরেও কি যেন একটা নাই,
অনুভব করার নাম নিঃসঙ্গতা😅💔

7)💓🥀"যেই নারীর চোখের নেশায় পুরুষ পড়ছে ধরা সেই পুরুষ এর সুখ হইবো না মরন ছাড়া" 😥😭

8)-!._۵ღ༎🤗🌻সম্পর্ক চলাকালীন নয়,
সম্পর্ক ভাঙার পর ঠিকই বুঝবে,
কাকে কার কতটা প্রয়ােজন ছিল😅😅

9) ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎︵ღ۵__🌺তুমি সেই কবিতা !
যা প্রতি দিন ভাবি লিখতে পারিনা ।
তুমি সেই ছবি 💫।
যা কল্পনা করি আঁকতে পারি না 🌸॥
তুমি সেই ভালবাসা । যা প্রতিদিন চাই।
কিন্তূ তা কখনো-ই পাই না😅😅💔

10)︵۵ღ༎-•খাঁচায় বন্দী পাখি যে গান গায়
–সেটা মুক্তির গান।😅😅

11)︵༏༏♡__۵- বাইরের হাসিটা তো প্রতিদিন দেখো ।দাওয়াত রইলো,
একদিন ভেতরটাও দেখে এসো!😅💔।

12)-!!☺️🍂💚“ঝরে যাওয়া পাতা জানে।
স্মৃতি নিয়ে বাঁচার মানে।
হয়তাে আমি ঝরে যাবাে
সময়ের তালে তােমার মনে😅💔

13) _ღ༎༊- একজন নিজের সময় মতো Message করে।অন্যজন বোকার মতো Message এর অপেক্ষা করে😅😅

14)♡︎⎯͢⎯⃝💚যে স্মৃতিগুলো আমরা সুখের মনে করে জমিয়ে রাখি,
একসময় সেই সুখের স্মৃতিগুলোই আমাদের সবচেয়ে বেশি মন খারাপ করে দিয়ে যায়💔😅

15)⎯͢⎯⃝🌼- অবহেলায় তো লোহাতেও মরিচা ধরে।আর আমি তো একটা মানুষ😅😅

16)🖤“আবেগ হল মােমবাতি যা
কিছুক্ষণ পর নিভে যায়।
আর বিবেক হল সূর্য যা
কখনাে নেভে না😅💔

17)۵༉💜মানুষ এমনও আছে কলিজা ভুনা ।
কইরা দিলেও কইব লবণ কম হয়েছে😅💔

18)মাঝেমাঝে এমনও হয় যে,
হুট করে মরে যাওয়ার চিন্তা নিয়ে ভীষণভাবে বাঁচতে ইচ্ছা করে😅💔

19)۵༉💜- জীবনে ধাক্কা না খেলে।জীবনের আসল মূল্যটা কোনদিনই বোঝা যায়না!😅

20)•⎯͢⎯⃝🩵প্রেম,
শব্দটি ছােট হলেও,
এটি একটি মানুষকে
নিঃশেষ করার ক্ষমতা রাখে😅😅💔

ব্রেকআপ কষ্টের স্ট্যাটাস

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ২০২৪ | Breakup status bangla

21) বেইমানরা, দূর থেকে আসে না খুব কাছের মানুষরাই বিশ্বাস নষ্ট করে দিয়ে বেইমান হয়ে যায় 💔😅

21)─༅༎•🙂🍒༅༎•─আমি স্বপ্ন দেখতে ভয় পাই ।😅
তাই রাত জেগে থাকা হয়।😅

22)─༅༎•🏡🌺༅༎•─সকল কষ্টের সবচেয়ে ভালো ঔষধ হলো ধৈর্য।💔

23)!!-🌸✨🖤- ভালোবাসার মানুষকে শাসন করুন,
তবে অপমান করে না।কারণ শাসনে ভালোবাসা থাকে কিন্তু অপমানে থাকে না!😅

24)🦋◎⃝-ম্যাচুরিটি,
বয়সের সাথে আসেনা,
আসে জীবনের কঠিন
বাস্তব অভিজ্ঞতা থেকে।🤧

25) ─༅༎•🌻🌸চান্দের মত মুখটি যখন ভাসতো নয়ন জলে
আদর করে মুইছা দিতাম গালে,
ঘাটে আইসা পাশে বইসা জরাই তো এই বুকে।
ভুলবো আমি এই কথা কেমনে।🌿

26)_–` ›♡︎'যাইবা তুমি পরের ঘরে আমাকে একা করে।
নতুন মানুষ নিয়ে তুমি থাকবে সুখেতে ।
ভুলে যাবে আমায় তুমি কিছুদিন পর।🌺

27)_ღ༢༎༅💜💫নিজেই নিজের কষ্টের কারণ হও না,
কারণ এটি অত্যন্ত ভয়াবহ।🌻

28)-"💗🌻- Number টা আজও Save রয়ে গেছে ।শুধু Call দেওয়ার অধিকার টা নাই।🌹

29)-||-︵🦋🌸মধ্যবিত্ত ঘরের ছেলের পকেট,
ভর্তি টাকা থাকেনা।
মাথা ভর্তি টেনশন থাকে ।🥹

30)-||-🖤🌸তুমি দেখিয়াও দেখলা না শুনিয়াও শুনলাম না ।
জালাইয়া গেলা মনের আগুন নিভাইয়া গেলে না।💔

ব্রেকআপ হওয়ার স্ট্যাটাস

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ২০২৪ | Breakup status bangla

31) কিছু ভুল জীবনে নতুন করে স্বপ্ন দেখায়, আর কিছু ভুল জীবনটাকে পুরোপুরি নষ্ট করে দেয়..!!💔😅

31)︵❝།།💚🌺একটা মানুষ তখনই কাঁদে ,
যখন তার মনের সঙ্গে লড়াই করে পরাজিত হয়।🌸

31। ভাগ্যের কাছে আমি হার মানি নাই
হেরে গেছি শুধু বিশ্বাসের কাছে ।🌸

32)─༅༎•🏡🌺༅༎•- প্রতিদিন শতশত মানুষ মারা যায়।তাদের মাঝে আমিও মারা গেলে খারাপ হতো না।😔

33)︵۵🩷"♡_💙“চিৎকার করে কখনও নিজেকে
নির্দোষ প্রমাণ করা যায়না।
মাঝে- মাঝে চুপ থাকতে হয় ।🫣

34)-!._۵ღ༎🤗🌻সব মেয়েরাই তো বলে আমি তোমাকে ভালোবাসি।
মন থেকে ভালোবাসে আর কয়জনে।😔

35) ‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎‎︵ღ۵__🌺.- রাতটা আগের মতো আসলে ও।ঘুমটা আর আগের মত আসে না।😒

36)︵۵ღ༎-•“অতিরিক্ত কোন কিছুই ভালাে না।
অতি শব্দটাই খারাপ!💔

37)۵༉💜মানুষ সব সহ্য করতে পারে
ভালোবাসার কষ্ট সহ্য করতে পারে না।🥲

38)︵༏༏♡__۵কোনও মানষই চায়না কাউকে ভুলে যেতে,
কিন্তু সময় ভুলিয়ে দেয় ,🥲
কোনও মানষই চায়না কাউকে হারিয়ে ফেলতে,
কিন্তু ভাগ্য তাকে ছিনিয়ে নেয় ।🥲

39)-!!☺️🍂💚- জীবনে তারাই বেশি কাঁদে।যারা দশ জনকে না,ঠিক একজনকেই অধিক ভালোবাসে!।💔

40) _ღ༎༊যে ধোঁকা দেয়,
সে চালাক হতে পারে!
তবে যে ধোঁকা খায়,
সে বােকা নয়, সে বিশ্বাসী।💜

ব্রেকআপ সাইরি বাংলা

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ২০২৪ | Breakup status bangla

41)♡︎⎯͢⎯⃝তোমাকে না পেলে মরে যাবো, বলেও মানুষ'টা দিব্বি বেঁচে থাকে, মরে তো যায় সে যে এই কথাটা অন্ধের মতো বিশ্বাস করে😅💔

42)⎯͢⎯⃝🌼যখন ছোট ছিলাম সব ভুলে যেতাম ।
সবাই বলতো মনে রাখতে শেখো ।
বড় হলাম কিছু ভুলিনা এখন।
কিন্তু দুনিয়া বলছে ভুলে যেতে শেখো😅💔

43)-♡︎⎯͢⎯⃝💚 তোমাকে ছাড়া হয়তো একাই চলা যাবে। কিন্তু তোমাকে ছাড়া আমার ভালো থাকা কঠিন!😅

44)🖤যদি চলেই যাবে!
বিধ্বস্থ কাউকে স্বপ্ন
দেখানাের কি প্রয়ােজন ছিল?😅

45)•⎯͢⎯⃝🩵সবাই তো আর নিকোটিন-এ
কষ্ট উড়াতে জানে নাহ্।
কারোর টা বুকেই জমে থাকে।🥲

46)!!-🌸✨🖤মনে শুধু একটাই কষ্ট আমি কার জীবনে আপন হতে পারলাম না।😔

47)-🦋◎⃝- আচ্ছা জানতে পারি কি ?আমি যদি বিরক্ত করা ছেড়ে দিই তুমি খুজবে কি আমায়?😔💔

48)“ ─༅༎•🌻🌸মাঝে মাঝে সম্পর্ক এমন
হয়ে যায়,
যাতে দূরে গেলেও কষ্ট হয়।
আর পাশে থাকলেও কষ্ট হয়।💔

49)_–` ›♡︎'- প্রতিটা মানুষের জীবনে।একটা হারিয়ে যাওয়া প্রিয় মানুষের গল্প থাকে।😅

50)_ღ༢༎༅💜💫পাখি উরাল দিছেরে উরালি হইয়া
আগের মতো খায়না দানা হাতে বসিয়া
পাখি উড়াল দিছেরে।😭

ব্রেকআপ সাইরি বাংলা text

51)╓╮/╱
╰💜
╱/╰┘‎‎‎‎‎‎‎‎‎‎‎‎একটি চোখ কখনো আরেকটি চোখকে দেখতে পারে না।
তারপরও বুকে কষ্ট হলে,
দুটি চোখ দিয়েই কিন্তু জল ঝড়ে।😭

52)--!._۵ღ༎🤗🌻 অবহেলার প্রহর শেষ হলে ডাক দিও।আবারও বলবো ভালোবাসি।💔😅

53)“︵۵🩷"♡_💙যে রাগ অভিমান বুঝে না।
সে ভালােবাসাও বুঝে না।🥲

54)-!!☺️🍂💚তুমি দুঃখ দিও আমায় তবু ভুলতে বলো না ।
তুমি কষ্ট দিও আমায় তবু ভুলতে বলো না।😭

55)︵༏༏♡__۵কষ্ট মধুর হয়ে যায়, যদি তুমি দাও।
মুখের কথাও হয় যে গান, যদি তুমি গাও।😅

56)--!._۵ღ༎🤗🌻 যেদিন দেখবি রাগ করাটা ও ছেড়ে দিছি।ঐদিন বুঝবি ভালোবাসাটাও আর নাই।💔😔

57)“♡︎⎯͢⎯⃝💚কোনাে বিষয়ে আঘাত পেলে
এখন আর কষ্ট পাই না।
কারণ কষ্ট পাওয়াটা এখন
আমার অভ্যাস হয়ে গেছে।😅💔

58)-||-🖤🌸যার লাগিয়া খোদা তুমি আমায় বানাও নাই ।
তার লাগিয়া কান্দে কেনো আমার মন ও প্রাণ😅💔

59) _ღ༎༊নিন্দা করতে গেলে বাইরে থেকে করা যায়।
তবে বিচার করতে গেলে ভিতরে প্রবেশ করতে হয়😅🥀

60)--||-︵🦋🌸 আমি যার জন্য অপেক্ষারত।সে অন্য কারো সাথে ব্যস্ত😅🌸

শেষ কথা

ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ২০২৪ আর্টিকেলটির সম্পূর্ণ ভিজিট করার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আশা করি ব্রেকআপ স্ট্যাটাস বাংলা ভুল আপনাদের কাছে খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে আপনার মূল্যবান মতামত লিখবেন।

আর হ্যাঁ অবশ্যই আর্টিকেলটি আপনার বন্ধু-বান্ধবের সাথে শেয়ার করতে ভুলবেন না। এরকম নিত্যনতুন আর্টিকেল পেতে নিয়মিত ভিজিট করুন আমাদের টেক'ইতো (bio status bd.com)ওয়েবসাইটে ।ধন্যবাদ

আরো পড়ুন-

কষ্টের স্ট্যাটাস বাংলা

ছেলেদের ফেসবুক স্ট্যাটাস

ফেসবুক বায়ো বাংলা লেখা

বাংলা শর্ট ক্যাপশন

Next Post Previous Post
No Comment
Add Comment
comment url